আটকরা হলেন—খুলনার ডুমুরিয়া থানার শেখপাড়া এলাকার মৃত শহিদ শেখের ছেলে শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮), এবং ভারতের আসাম প্রদেশের গোয়ালপাড়া জেলার মাটিয়া থানার ভৌতিচর গ্রামের মৃত আবজেল শেখের ছেলে আনোয়ার হোসেন (২৫)।
শার্শা থানা সূত্রে জানা যায়, রাতের ডিউটিতে থাকা গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সীমান্তের নারিকেলবাড়িয়া গ্রামে তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করেন। পরে তারা জানান, বিএসএফ তাদের জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করিয়েছে। এসময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
আটক শাহিন শেখ জানান, তিনি ও তার ভাই দীর্ঘদিন ধরে ভারতের হরিয়ানা রাজ্যে শ্রমিকের কাজ করছিলেন। গত ৫ আগস্ট ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। কয়েকদিন বিএসএফ ক্যাম্পে থাকার পর শুক্রবার গভীর রাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো হয়। ভারতীয় নাগরিক আনোয়ারের সঙ্গে তাঁদের পরিচয় বিএসএফ ক্যাম্পেই হয় বলে জানান তিনি।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, “রাতে সীমান্ত দিয়ে পুশইন হওয়া তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে শালকোনা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শরিফ কবির আহমেদ বলেন, “ঘটনাটি আমাদের জানা ছিল না।”